Saturday, January 31, 2015

সোশ্যাল হ্যাকিং


হ্যাকিং এখন কার্যত খুবই সহজপ্রায় নিত্যদিনই কোনও না কোনও সাইট বা সোশ্যাল প্রোফাইল, পেজ হ্যাক হচ্ছেবন্ধুবান্ধবের মধ্যে প্রায় শোনা যায়, অমুকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে৷
সমীক্ষা বলছে, প্রতি তিনজন ফেসবুক ব্যবহারকারীর মধ্যে অন্তত একজন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার৷ ইউরোপে এই সংখ্যাটা আরও বেশি৷
এসবের কথা মাথায় রেখেই ফেসবুকের নিরাপত্তা জোরদার করতে অভ্যন্তরীণ সেটিংয়ে কিছু পরিবর্তন আনল ফেসবুক কর্তৃপক্ষ৷ এবার থেকে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের চেষ্টা হলেই নয়া সেটিংয়ে ফেসবুকের পক্ষ থেকে অ্যালার্ট পাবেন ফেসবুক ব্যবহারকারী৷
নয়া এই সুবিধা পেতে কী করবেন?
প্রথমে আপনাকে যেতে হবে ফেসবুক সেটিংস অপশনে৷ সেখানে ক্লিক করলেই পাবেন security settingsSecurity settings অপশনে ক্লিক করলেই আপনি অনেকগুলো অপশন পাবেন৷
সেখান থেকে login alerts option-এ যান৷
Login alerts-
এর অপশনে গিয়ে ক্লিক করলেই edit অপশন পাবেন৷
সেই edit অপশনে গিয়ে notification অপশন সিলেক্ট করুন৷ এটি সিলেক্ট করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে অনন্য কেউ লগ ইন করতে গেলেই আপনার কাছে নোটিফিকেশন আসবে
এর পর হ্যাকার আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চাইলেও বিফলে যাবে তার সব চক্রান্ত৷ কারণ, আপনি পাবেন একটা অ্যালার্ট মেসেজ৷

No comments:

Post a Comment