Saturday, January 31, 2015

যারা SEO করেন তাদের জন্য কিছু মার্কেট প্লেজ



ওডেস্ক - www.odesk.com

ফ্রীল্যান্সার - www.freelancer.com

ইল্যান্স - www.elance.com

গুরু - www.guru.com

পিপলপারআওয়ার - www.peopleperhour.com

ফিভার www.fiverr.com

এসইও জার www.seozaar.com/browse

বান্ডেল এসইও www.bundleseo.com/marketplace

এইচপি ব্যাকলিঙ্ক www.hpbacklinks.com

১০মন্সটার ব্যাকলিঙ্ক www.monsterbacklinks.com

১১এসইও মার্টস www.seomarts.com

১২গিগ ক্লার্ক www.gigclerk.com

১৩বাইসেল এসইও www.buysellseo.com

১৪এসইও চেকআউট www.seocheckout.com

১৫দি এসইও মার্কেটপ্লেস www.theseomarketplace.com

১৬ফিভার এসইও – /www.fiverseo.com

Outsourcing



THIS IS OVERVIEW FOR FACEBOOK JOB.........( dont copy , just follow it )


I am a well trained FB marketer. I know all hidden tips and secret procedure of facebook marketing . I finished 3 months Facebook marketing course from Outsourcing institute chittagong.

I know the following fields of Facebook:

1. Facebook on page optimization

2. Facebook Off Page Optimization ( Link Building )

3. Create lucrative and relevant post

4, Information collection for informative post

5. Fan page create and fabrication

6. Group page create and fabrication

7. Facebook url shortening.

8. Facebook fan page maintenance

9. able to increase facebook Like

10. Others

I love my Clients and my clients Business. Always eager to my clients business improvement.

I think this is not only my job this is my career. I want to improve my career. My Clients improvement is the basement of my success.











Odesk Profile Overview তে Youtube জন্য যা লিখতে পারেন

I am a well trained youtube marketing exprt. I can perform on page and off page optimization on Youtube and other video sharing sites.

I am expert in the following fields

1. Optimization: I can Optimize a video by On page and Off Page technique.

2. Invideo programming

3. Feature video

4. Branding introduction

5. Watermark with subscriber link

6. Keyword settings in Title Description and Tag.

7. Create Relevant and lucrative thumnail

8. Annotation Settings: All kind of annotation as like >

speechbuble, Note, Title, Spotlight, Level

specially i am skilled Spot light annotation. I can make anothation with image, text, video or any other animation.

9. Invisible optimization.: I can understand youtube psychology and appear any video in Youtube suggestion.

10. increase Like, Subscriber, Positive commets, Sharing , Favourites,

11. I can increase Audience Rentation ( average view duration)

12. I can increase viewer of any video or any channel.

13. Can spread the link of a channel or a video by LINK BUILDING.

14. I am expert of creating channel, Fabrication of a chnnel, URL shorten, Verification, Navigation settings of a channel.

15. VIDEO EDITING: I am expert in video editing. I can change or edit any video according to my clients requirments or clients direction.



সোশ্যাল হ্যাকিং


হ্যাকিং এখন কার্যত খুবই সহজপ্রায় নিত্যদিনই কোনও না কোনও সাইট বা সোশ্যাল প্রোফাইল, পেজ হ্যাক হচ্ছেবন্ধুবান্ধবের মধ্যে প্রায় শোনা যায়, অমুকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে৷
সমীক্ষা বলছে, প্রতি তিনজন ফেসবুক ব্যবহারকারীর মধ্যে অন্তত একজন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার৷ ইউরোপে এই সংখ্যাটা আরও বেশি৷
এসবের কথা মাথায় রেখেই ফেসবুকের নিরাপত্তা জোরদার করতে অভ্যন্তরীণ সেটিংয়ে কিছু পরিবর্তন আনল ফেসবুক কর্তৃপক্ষ৷ এবার থেকে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের চেষ্টা হলেই নয়া সেটিংয়ে ফেসবুকের পক্ষ থেকে অ্যালার্ট পাবেন ফেসবুক ব্যবহারকারী৷
নয়া এই সুবিধা পেতে কী করবেন?
প্রথমে আপনাকে যেতে হবে ফেসবুক সেটিংস অপশনে৷ সেখানে ক্লিক করলেই পাবেন security settingsSecurity settings অপশনে ক্লিক করলেই আপনি অনেকগুলো অপশন পাবেন৷
সেখান থেকে login alerts option-এ যান৷
Login alerts-
এর অপশনে গিয়ে ক্লিক করলেই edit অপশন পাবেন৷
সেই edit অপশনে গিয়ে notification অপশন সিলেক্ট করুন৷ এটি সিলেক্ট করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে অনন্য কেউ লগ ইন করতে গেলেই আপনার কাছে নোটিফিকেশন আসবে
এর পর হ্যাকার আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চাইলেও বিফলে যাবে তার সব চক্রান্ত৷ কারণ, আপনি পাবেন একটা অ্যালার্ট মেসেজ৷

ওয়েবসাইটে ভিজিটর বাড়ানো

ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য অফপেইজ এসইওর সম্পূর্ণ ধারাবাহিক প্রক্রিয়া
ওয়েবসাইটে ভিজিটর পাওয়ার জন্য এবং গুগলের সার্চে টপে আসার জন্য সবচাইতে বড় মাধ্যম গেস্ট ব্লগিং যদি আপনি নিয়মিত লেখেন এবং সেই লেখার মাধ্যমে এসব ওয়েবসাইটের সকল ট্রাফিককে যদি আকর্ষণ করতে পারেন, তাহলে শুধুমাত্র আপনার ওয়েবসাইটের ভিজিটরই বৃদ্ধি পাবেনা, সাথে আপনার কোম্পানীর ব্রান্ডিংও হবে এবং সাথে ফ্রি হিসেবে আপনার নিজেরও ব্যান্ডিং হবেপ্রতি সপ্তাহে একটি করে আর্টিকেল লেখুন এবং ভাল পেজর‌্যাংকের গেস্টব্লগিং সাইটে সেটি পোস্ট করুন একটি লেখা থেকে ২-৩টি ব্যাকলিংক খুব সহজে পাবেনলেখালেখি করতে জানেনা, তাহলে পড়ুন আমার লেখাটি
সময়ঃ একটি আর্টিকেল লিখতে সময় লাগে ৮-১০ ঘন্টাএটি সাপ্তাহিক সময়সেটি পোস্ট করতে লাগে ১৫ মিনিট
সোশ্যাল মিডিয়া মার্কেটিং:
জনপ্রিয় সোশ্যাল সাইটগুলোকে আপনার ওয়েবসাইটের প্রচারে কাজে লাগান ওয়েবসাইটের নামে পেজ, গ্রুপ খুলুনএবং বিভিন্ন প্রোফাইল কিংবা ওয়েবসাইট রিলেটেড বিভিন্ন গ্রুপগুলোতে ওয়েবসাইটের প্রচার করুনপ্রতিদিন বিভিন্নভাবে ওয়েবসাইটকে প্রচার করুনমনে রাখবেন যখন আপনি কোন কিছুর ব্রান্ডিংয়ের জন্য কাজ করবেন, তখণ শুধু একদিন গিয়ে ওয়েবসাইটের লিংক শেয়ার করলে সেটা কখনও ব্রান্ডিং হয়নাব্রান্ডিং এর জন্য প্রতিদিনি বিভিন্নভাবে ওয়েবসাইটের লিংককে শেয়ার করতে হয়তাহলেই আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়ার সম্ভাবনা বাড়বে
সময়ঃ প্রতিদিন ১ঘন্টা সময় লাগবে
ব্লগ কমেন্ট করুনঃ
ভাল মানের ব্লগ কমেন্টিংয়ের মাধ্যমে ওয়েবসাইটে প্রচুর ভিজিটর পাওয়া যায় এবং শক্তিশালী ব্যাকলিংকও পাওয়া যায়যেই ওয়েবসাইটের ব্যাপারে এসইও করবেন, সেই ওয়েবসাইটের কনটেন্ট রিলেটেড কমপক্ষে ৫টি হাইপেজর‌্যাংকের ব্লগ নির্ধারণ করুনসেইসব ব্লগগুলোর নিয়মিত ফলো করে নতুন নতুন আর্টিকেলে কমেন্টের মাধ্যমে আপনার ওয়েবসাইটের প্রচার করুনপ্রতিদিন কমপক্ষে ১০টি ভালমানের কমেন্ট করুন
সময়ঃ প্রতিদিন সময় লাগবে ১ঘন্টা
সোশ্যাল বুকমার্কঃ
নিয়মিত আপনার ওয়েবসাইটের সোশ্যাল বুকমার্ক করুনকমপক্ষে ২০টি হাইপেজ র‌্যাংকিং সাইটে বুকমার্ক করুনখুব সহজে এ কাজটি করা যায়এটি আপনার ওয়েবসাইটকে গুগলের সার্চে টপে আনতে অনেক সাহায্য করবেতবে সরাসরি ভিজিটর পেতে খুব বেশি সাহায্য করেনা
সময়ঃ বুদ্ধি খাটিয়ে কাজ করলে প্রতিদিন ২০টি সোশ্যালবুকমার্কিং করতে সময় লাগবে মাত্র ১৫ মিনিট
ফোরাম পোস্টিং:
ফোরাম পোস্টিং এর মাধ্যমে খুব ভালমানের ব্যাকলিংক পাওয়া যায়সাথে সাথে টার্গেটেড ভিজিটর পাওয়া যায়কোন নির্দিষ্ট দেশের ভিজিটর যদি চান কিংবা আপনার ওয়েবসাইটের সেবা কিংবা পণ্যের ক্রেতা হওয়া সম্ভাবনা আছে, এরকম টার্গেট করে ভিজিটর পেতে হলে ফোরাম পোস্টিং করে অনেক বেশি উপকার পাবেন যদিও আমি কখনই কোন প্রজেক্টে ফোরাম পোস্টিং করিনাইপ্রতিদিন ৫টি হাই পেজ র‌্যাংকের ফোরামে ব্যাকলিংক করুন
সময়ঃ প্রতিদিন ১ঘন্টা
একটি ওয়েবসাইটকে গুগলের সার্চের টপে নিয়ে আসতে এ কাজগুলো একটানা ৩মাস করলেই হয়ে যাবে, আশা করা যায়অনেক কীওয়ার্ডের ক্ষেত্রে হয়ত আরেকটু বেশি পরিশ্রম করতে হবে
সবশেষঃ কোন ওয়েবসাইটকে গুগলের সার্চের টপে নিয়ে আসতে হলে আমি কি কি করি সেটা এবার উল্লেখ করি
যেকোন ২-৩ মাস বয়সী ওয়েবসাইটকে এসইও করতে :
দেখেনঃ
১) সোশ্যাল বুকমার্কিং (৩০০ প্রতি মাসে)
২) ডিরেক্টরী সাবমিশন (৩০০ প্রতি মাসে)
৩) ব্লগ তৈরি (২টি প্রতি মাসে)
৪) ব্লগ কমেন্ট (৩০ প্রতি মাসে)
৫) প্রেস রিলিজ (২টি প্রতি মাসে)
৬) সোশ্যাল মিডিয়া মার্কেটিং (প্রতিদিন)
৮) ফেসবুক, টুইটার, গুগল প্লাসে ১টি করে পেজ তৈরি ও সেই পেজের জন্য কমপক্ষে ২০০০ লাইকের ব্যবস্থা
৯) প্রতিটি গেস্ট পোস্ট, ব্লগ ইন্টারনেটে বিভিন্ন কমিউনিটিতে শেয়ার করা




*****ইন্টারনেটে আয় সম্পর্কে ১০টি ভুল ধারণা।****

ইন্টারনেট ব্যবহার করে অর্থ উপার্জন বর্তমানে অত্যন্ত আলোচিত বিষয়। বিভিন্ন সুত্র থেকে যারা এবিষয়ে খোজখবর নিচ্ছেন তারা প্রায়ই কিছু ভুল ধারনার শিকার হন। একাজে হাত দেয়ার আগে ভুল ধারনাগুলি সম্পর্কে জেনে নিন।
খুব সহজে, বিনা পরিশ্রমে ইন্টারনেটে আয় করা যায়
এটা সবচেয়ে বড় ভুল ধারনা। আপনি আশা করছেন একজন চাকুরীজীবী কিংবা ব্যবসায়ীর থেকে বেশি আয় করবেন অথচ পরিশ্রম করবেন না এটা বাস্তবসম্মত হতে পারে না। ইন্টারনেটে যে পদ্ধতিতেই আয় করুন না কেন, আপনাকে যথেস্ট সময় এবং মেধা ব্যয় করতে হবে।
ইন্টারনেটে আয় করা সকলের পক্ষে সম্ভব না
এটা আরেকটা বড় ভুল ধারনা। ইন্টারনেটে কাজ বলতে যেমন দক্ষ প্রোগ্রামিং বুঝায় তেমনি তুলনামুলক সহজ গ্রাফিক ডিজাইন বুঝায়, কিংবা আরো সহজ ডাটা এন্ট্রি বুঝায়। যে কোন শিক্ষিত মানুষের পক্ষে মানানসই কাজ খুজে নেয়া সম্ভব। তবে একথা অবশ্যই ঠিক, দক্ষতা যত বেশি আয়ের সুযোগ তত বেশি। দক্ষতা যেহেতু বাড়ানো যায় সেহেতু সুযোগও বাড়ানো যায়।
পেইড-টু-ক্লি (PTC) সহজে আয়ের কার্যকর পদ্ধতি
পিটিসি হচ্ছে কোন ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করবেন আর আপনার নামে টাকা জমা হবে। বিষয়টি সত্যি। তবে যতটা প্রচার করা হয় ততটা না। আপনি কতগুলি ক্লিক করার সুযোগ পাবেন সেটা নির্দিষ্ট করে দেয়া হয়। কাজ করে টাকা না পাওয়ার অভিযোগও রয়েছে।
ইন্টারনেটে আয় করতে নিজের খরচে ওয়েবসাইট তৈরী করতে হয়
একেবারে বিনামুল্যে ওয়েবসাইট তৈরী করা যায়। কাজেই ওয়েবসাইট তৈরী, ডোমেন কিংবা হোষ্টিং এর খরচ ছাড়াই সব কাজ করা সম্ভব। তবে নিজস্ব ডোমেন-হোষ্টিং সবসময়ই ভাল।
ক্রেডিট কার্ড বা পে-পল একাউন্ট নেই, ফলে একাজ সম্ভব না
কিছুটা সত্যি। ক্রেডিট কার্ড থাকলে কাজের সুবিধে হয়, পে-পল একাউন্ট থাকলেও সুবিধে হয়। তারপরও মানুষ কাজ করছে এগুলি ছাড়াই। অন্য যে পদ্ধতিগুলি রয়েছে সেগুলি ব্যবহার করে কাজ করা সম্ভব।
অনেকগুলি সাইটে অনেকগুলি এডসেন্স ব্যবহার করলে আয় বেশি
এডসেন্সে লাভ দেখে অনেকেই একাধিক এডসেন্স একাউন্ট ব্যবহারে আগ্রহি হন। এটা ভুল পথ। গুগল কোনএকসময় সেটা ধরে ফেলবে এবং সবগুলি একাউন্ট বন্ধ করে দেবে।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) সফটঅয়্যার ব্যবহার করলে দ্রুত আয় বাড়ে
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য সফটঅয়্যার ব্যবহার করলে অবশ্যই সাইটের পরিচিতি বাড়ে কিন্তু এডসেন্সকে টার্গেট করে যদি সেটা করেন তাহলে গুগল সেটা পছন্দ করে না। গুগল এমন সাইটে লাভজনক এডসেন্স বিজ্ঞাপন দেয় সেখানে ভিজিটর নিজে আগ্রহি হয়ে যায়। ফলে কোন সাইটে প্রতি ক্লিকে পাওয়া যায় কয়েক সেন্ট, কোন সাইটে কয়েক ডলার।
ইন্টারনেটে আয়ের জন্য কোন খরচ নেই
বিনামুল্যের সবসময়ই কিছু খারাপ দিক থাকে। ভাল হোষ্টিং, প্রয়োজনীয় সফটঅয়্যার, প্রচারের জন্য এডওয়ার্ডস বিজ্ঞাপন সবকিছুই ভাল আয়ের সহায়ক।
ইন্টারনেটে আয়ের ক্ষেত্রে ভৌগলিক সীমারেখা নেই
অনেক সেবার ক্ষেত্রেই অনেক দেশে সীমাবদ্ধতা রয়েছে। বাংলাদেশে যেমন পে-পল ব্যবহার করা যায় না, ক্লিক ব্যাংকে একাউন্ট খোলা যায় না, কোন কোন সাইটে ঢোকা যায় না ইত্যাদি। কোন সেবা কোনদেশে প্রযোজ্য আগে জেনে নেয়াই ভাল।
ইন্টারনেটে কিভাবে কাজ করতে হয় শেখার জন্য কোর্স করা প্রয়োজন
আপনি যখন আয় করতে চান ইন্টারনেট ব্যবহার করে, তখন শেখার জন্যও ইন্টারনেট সবচেয়ে গুরুত্বপুর্ন যায়গা। যে বিষয়ই জানতে চান না কেন, ইন্টারনেট সার্চ করলে তথ্য পাওয়া যাবে। বিভিন্ন ওয়েবসাইটের সদস্য হোন, ফোরামে যোগ দিন, সেখানকার বক্তব্যগুলি বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে সেখানে সমস্যার কথা জানান। কেউ না কেউ উত্তর দেবেন।

Saturday, January 17, 2015

Outsourcing র জনপ্রিয় ৫২টি ঠিকানাগুলো




আলেক্সা মতে ওয়েবে সবচেয়ে জনপ্রিয় ফ্রী ৫২টি ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের ঠিকানাগুলো নিয়ে এবারের পোষ্ট
…………………………………………………………………………………….
আমরা ফ্রিল্যান্স মার্কেট বলতে শুধু Odesk, Frelancer, Elance, People Per hour, 99 design etc-এর কথাগুলোই সচরাচর জানিকিন্তু কাজ করার মতো আরও অনেক সাইট আছে, যার কথা আমরা জানিনাতাই আজকে এই পোষ্ট-এর মাধ্যমে জানতে পারবেন ফ্রিল্যান্স সাইটের ঠিকানাসহ কোন সাইটে কি কাজ করে তার সংক্ষিপ্ত বর্ণনা জানতে পারবেনসাথে সাথে পরিচিত হবেন নতুন নতুন সাইটের সাথে
……………………………………………..
                 THAKURGAONBD
…………………………………………….
1) odesk.com – General
2) Freelancer.com – General
3) Elance.com – General
4) peopleperhour.com – Programming, Design, Administrative Tasks, Accounting, PR
5) 99designs.com – Design
6) mediabistro.com – Writing/Editing, Production, Graphic Design, Publishing. NOT FREE FOR FREELANCERS: membership fees.
7) Guru.com – General
 8) proz.com – Translation, Interpreting
9) designcrowd.com – Design
10) freelanceswitch.com – General
11) Suite101.com – Writing
12) TaskRabbit.com – House Cleaning, IKEA Assembly, Donation Pickup, Event help, Office help, Pet Sitting
13) Donanza.com – General
14) getacoder.com – Web design, Writing, Programming, Legal
15) clickworker.com – Online Marketing, e-commerce, media, information and directory services, SEO content, translation, web research, data categorization and tagging
16) freelance.com – general
17) trabajofreelance.com – Spanish, general. NOT FREE FOR EMPLOYERS: contact fees.
18) legitonlinejobs.com – general
19) freelancewriting.com – writing
20) freelance-info.fr – French, consulting. NOT FREE FOR EMPLOYERS: access fees.
21) freelancewritinggigs.com – writing
22) taskcity.com – programming
23) ifreelance.com – proofreading,arts, data entry, graphic designing, photography, bookkeeping. NOT FREE FOR FREELANCERS: membership fees.
24) xplace.com – designing, programming, writing/editing, translating, marketing, photographing. NOT FREE FOR FREELANCERS: bidding fees.
25) joomlancers.com – everything related to the Joomla CMS
26) freelancesuccess.com -writing
27) scribendi.com – editing and proofreading
28) project4hire.com – programming, translation, consulting, graphic design
29) freelancers.net – general
30) Hoofdkraan.nl – Dutch, general
31) genuinejobs.com – telecommuting
32) freelance-informatique.fr – French, general. NOT FREE FOR EMPLOYERS: intermediary fees.
33) freelanceindia.com – general
34) governmentbids.com – general
35) freelancedesigners.com – web and graphic design, programming, photography, writing, fashion design, industrial design, video production, advertising, logo design
36) hourly.com – general
37) freelancer-job.com – programming
38) bizreef.com – writing, programming, graphic designing, marketing, translating, photographing.NOT FREE FOR FREELANCERS: contact fees.
39) greatlance.com – general
40) wordpressfreelance.com – wordpress projects
41) writerlance.com – writing
42) whichlance.com – general
43) freelancejobsearch.com – web & graphic design, photography
44) directfreelance.com – writing, graphic design, programming
45) outsourcexp.com – SEO, engineering, administrative tasks, marketing, writing, databases, graphic and web design, programming
46) freelanceauction.com – programming, design
47) freelancefree.com – general
48) bountyit.com – business, technology, creativity
49) programmingbids.com – programming, databases, graphic design. NOT FREE FOR FREELANCERS:membership fees.
50) maglance.com – programming
51) freelanceprojectupdates.com – general
52) auctionsforbusiness.com – training, virtual assistants, product reviews, documenting, legal, imports/exports handling, financial and business, information technology, translation and proofreading, data entry
………………………….
Special mention
………………………….
53) Craigslist.org – general Although not technically a freelance marketplace, many people do use Craigslist to post and bid on free job listings, both freelance and salaried jobs.

জেনে নিন ৫০ টি Search Engine এর নাম


• 1.Google
• 2.Bing
• 3.Open Directory
• 4.Yandex
• 5.ASR
• 6.ScrubTheWeb
• 7.EntireWeb
• 8.ExactSeek
• 9.Viesearch
• 10.SWD
• 11.SecretSELabs
• 12.SoMuch
• 13.A1WebDirecto
ry
• 14.Sites Web Directory
• 15.GigaBlast
• 16.Gain Web
• 17.W3 Catalog
• 18.1WebsDirectory
• 19.24/7 Web Directory
• 20.Online Society
• 21.Anoox
• 22.OBLN
• 23.Synergy Directory
• 24.AceWebDirectory
• 25.DirectMyLink
• 26.HotvsNot
• 27.Pegasus Directory
• 28.9Sites
• 29.FyberSearch
• 30.Elite Sites Directory
• 31.IS
• 32.RDirectory
• 33.Directory Free
• 34.SonicRun
• 35.Nonar
• 36.BusinessSeek
• 37.The Web Directory
• 38.Cipinet
• 39.Thales Directory
• 40.LinkPedia
• 41.Triple W Directory
• 42.Info Tiger
• 43.oneMission
• 44.MasterMOZ
• 45.OneMillionDirectory
• 46.01WebDirectory
• 47.Botid
• 48.DirectoryFire
• 49.10Directory
• 50.Link Centre

ফ্রিল্যান্সারদের যে ৭ বিষয়ে দক্ষতা প্রয়োজন



সময়ের জনপ্রিয় পেশা ফ্রিল্যান্স আউটসোর্সিং। তবে দক্ষতা ছাড়া প্রতিযোগিতামূলক মার্কেটপ্লেসে কাজ পাওয়া কঠিন। যখন কোনো ক্লায়েন্ট নতুন প্রজেক্ট সাবমিট করেন তখন এতে সারা বিশ্বের ফ্রিল্যান্সাররা বিড করেন। তাই এই বিশাল সংখ্যক ফ্রিল্যান্সারদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ পেতে হলে ঐ কাজে দক্ষতার পাশাপাশি আরও বাড়তি কিছু বিষয় জানা প্রয়োজন।

প্রশ্ন জাগতে পারে ঐ দক্ষতাগুলো কি? এটি মূলত বিভিন্ন বিষয়ের উপর বা কাজের ধরণের উপর নির্ভর করে। এখানে বেসিক ৭টি বিষয় সম্পর্কে জানানো হলো।

মাইক্রোসফট অফিস প্রোগ্রাম জানা
১৯৮৮ সালের ১ আগস্ট লাস ভেগাসে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস সর্বপ্রথম ডেস্কটপের জন্য মাইক্রোসফট অফিস স্যুট উন্মুক্ত করেন। এরপর থেকে এই অফিস প্রোগ্রামের অন্তর্ভূক্ত ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি কম্পিউটিং ডিভাইস ব্যবহারকারীদের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাড়িয়েছে। আরও অনেক অফিস প্রোগ্রাম থাকলেও মাইক্রোসফট অফিস একটি কমন প্রোগ্রাম। আপনি রিপোর্ট লিখতে চাইলে, প্রেজেন্টেশন তৈরি করতে চাইলে অথবা হিসাব সংরক্ষণ করতে চাইলে অফিস স্যুট ব্যবহার করেই পারবেন। তাই আপনার কাজের দক্ষতা বাড়াতে মাইক্রোসফট অফিস পরিচালনায় আরও দক্ষ হন।

গুগল ডকস সম্পর্কে জানুন
ইন্টারনেট জায়ান্ট গুগলের বিনামূল্যের ওয়েব নির্ভর অফিস স্যুট হলো গুগল ডকস। এতে মাইক্রোসফট অফিসের মতোই বিভিন্ন টুলস রয়েছে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট এবং প্রেজেন্টেশন এর পাশাপাশি ক্লাউডে ফাইল সংরক্ষণের সুবিধা দেয় গুগল। সেবাটি ডক, ডকএক্স, পিডিএফ, পিএসডিসহ বিভিন্ন ধরণের ফাইল সমর্থণ করে।

তবে অনলাইনে এই কাজটি করতে না চাইলে ডেস্কটপ অ্যাপ্লিকেশন ব্যবহার করেই গুগল ডকস ব্যবহার করা যাবে। এজন্য প্রয়োজন শুধুমাত্র একটি গুগল অ্যাকাউন্ট। তবে অনলাইনে গুগল ডক ব্যবহারের সুবিধা হলো এতে একাধিক ব্যক্তি একই সময়ে একই ডকুমেন্ট দেখতে কিংবা সম্পাদনা (এডিট) করতে পারে।

অনলাইনে অন্যদের সঙ্গে যোগাযোগ বাড়ানো
মোবাইল ফোন, টেলিফোনে কথা বলা কিংবা সরাসরি দেখা করার বিপরীতে এখন জিমেইল, স্কাইপ, গুগল প্লাস হ্যাংআউট, গুগল ভয়েসসহ নানা জনপ্রিয় ওয়েব কমিউনিকেশন টুলস রয়েছে। এগুলো বিনামূল্যে সহজেই ব্যবহার করা যায়, যা ভিডিও চ্যাট, ভয়েস চ্যাট অথবা ইনস্ট্যান্ট মেসেজিং সুবিধা দেয়।

আপনি যদি ওয়েবিনার বা ওয়েব কনফারেন্স করতে চান তারজন্য রয়েছে গোটুওয়েবিনার, অ্যাডোবি কানেক্ট, এনিমিটিংসহ নানা জনপ্রিয় প্লাটফর্ম। এগুলো আপনার ফ্রিল্যান্সিং কাজেও সহায়তা করবে। কমিউনিটি তৈরি হলে আপনার কাজ পাওয়ার সুযোগ ও দক্ষতা বিনিময়ের ক্ষেত্র তৈরি হবে।

সামাজিক যোগাযোগ সাইটে সক্রিয়া থাকা
আজকের দিনে ফেইসবুক, টুইটার, লিংকডইন, গুগল প্লাস, পিন্টারেস্ট ছাড়া যেনো জীবন অচল। অভিজ্ঞ না হলেও এসব সামাজিক যোগাযোগ সাইটে ফ্রিল্যান্সারদের সক্রিয় থাকা উচিত। আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), মার্কেটিং, কাস্টমার সার্ভিসসহ অনলাইন মার্কেটিংয়ের সঙ্গে জড়িত থাকেন তবে এসব সাইটে আপনার নিয়মিত হওয়া আবশ্যক।

এগুলো পুরোপুরিভাবে আপনার কাজের অংশ না হলেও এসব টুলের মাধ্যমে আপনি আপনার সম্ভাব্য ক্লায়েন্ট পাওয়া, গবেষনা, কিংবা এই ইন্ডাস্ট্রির লোকজনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়া পার্সোনাল ব্র্যান্ডিং, ইন্টারনেটে আপনার সক্রিয়তা কিংবা সাইটে ট্রাফিক পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার জুড়ি নেই।

বেসিক কোডিং জানুন
প্রোগ্রামার কিংবা ডেভেলপার না হলেও বেসিক কোডিং জানা প্রয়োজন, এমন বিতর্ক প্রায়ই শোনা যায়। সংশ্লিষ্ঠরা মনে করেন, বেসিক কোডিং জানলেও আপনার প্রজেক্টে অনেক সহায়তা করতে পারে। বিশেষ করে এসইও, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, সফটওয়্যার কিংবা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইত্যাদি কাজের সংশ্লিষ্ঠতায় অবশ্যই কোডিং জানা প্রয়োজন।

উদাহরণস্বরুপ, একজন ডিজাইনারের যদি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা থাকে, তাহলে সে জানতে পারবে ডেভেলপারের কি প্রয়োজন বা ডেভেলপারের ক্ষেত্রে কোন ডিজাইনটি করলে সহজ হবে। আপনি যদি একটি ওয়ার্ডপ্রেস সাইট পরিচালনা করেন সেক্ষেত্রে নিজে বেসিক কিছু কাজ জানলে ছোটখাটো কাজের জন্য বারবার ডেভেলপারের কাছে ধর্না দিতে হবে না। আর এসব বেসিক কোডিং জানার অনেক ওয়েবসাইট রয়েছে।

ডিজিটাল ফাইল কিভাবে এডিট করতে হয় জেনে নিন
অনেক সময় নিজের কিংবা আপনি যে প্রতিষ্ঠানের কাজ করছেন তার জন্য ছোটখাটো কিছু বিষয় যেমন ওয়েব পেইজের জন্য লোগো, আর্টিকেলের জন্য ছবি কিংবা ব্লগের জন্য ভিডিও প্রয়োজন হয়। এগুলো সার্চ করলেই হয়তো ওয়েবে পেতে পারেন। তবে হুবহু অন্যের ছবি বা ভিডিও ব্যবহার করলে কপিরাইটের ঝামেলায় পড়তে পারেন। কিন্তু নিজে কাজ জানলে এই ভোগান্তি থেকেই রেহাই পেতে পারেন। এছাড়া এটি আপনার সময় ও টাকা বাঁচাবে। আর ছবি সম্পাদনার জন্য ফটোশপ, পিকাসা, গিম্পের মতো আরও অনেক সফটওয়্যার রয়েছে। নিজে নিজে চেষ্টা করেই এগুলোর ব্যবহার জানতে পারেন।

অনলাইন থেকেই শেখার চেষ্টা করুন
আপনি ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অনলাইন মার্কেটার অথবা ফ্রিল্যান্স রাইটার, যে পেশারই হন না কেনো আপনাকে এই বিষয়ের সঙ্গে আপডেটেড থাকতে হবে। আর এই বিষয়ে আপডেটেড থাকতে ও কাজ জানতে অনলাইনেই অনেক রিসোর্স রয়েছে। কোরসেরা, খান একাডেমি, ইউডাসিটিসহ বিভিন্ন অনলাইন এডুকেশন প্লাটফর্ম রয়েছে, যেখান থেকে আপনি আপনার দক্ষতা বাড়াতে পারবেন। আর হ্যাঁ, কোনো বিষয়ে বুঝতে বা জানতে না পারলে গুগলে সার্চ করুন। গুগলই আপনার উত্তর দিয়ে দিবে। এতে অন্যের কাছ থেকে শেখার চেয়ে নিজে নিজে শিখলে আরও বেশি উপকৃত হওয়া যাবে।

High Pr Blog Commenting Sites List Free 2014 [Do-Follow]



PR 5 do-follow Blog commenting sites:
1. http://www.bloggingtips.com
2. http://www.kikolani.com
3. http://www.comptalks.com
4. http://www.seobythesea.com
5. http://www.seo-hacker.com
6. http://www.newcritics.com
7. http://www.intenseblog.com
8. http://www.searchenginepeople.com
9. http://www.engineering.curiouscatblog.net
10. http://www.growmap.com
11. http://comluv.com
12. http://www.bluehatseo.com
13. http://www.blogussion.com
14. http://www.kongtechnology.com
15. http://www.midasoracle.com
16. http://www.forthelose.org
17. http://www.quickonlinetips.com
18. http://blog.ruski.co.za
19. http://www.animhut.com
20. www.kongtechnology.com
21. www.quickonlinetips.com
PR 4 do-follow Blog commenting sites:
1. http://www.techtricksworld.com
2. http://www.weblogbetter.com
3. http://www.kathyblogger.com
4. http://communicatevalue.com
5. http://www.windowstalk.org
6. http://www.blondish.net
7. http://www.freebloghelp.com
8. http://www.bloggodown.com
9. http://www.magemojo.com
10. http://www.becomeablogger.com
11. http://www.stayonsearch.com
12. http://www.performinsider.com
13. http://www.dmiracle.com
14. http://www.kimwoodbridge.com
15. http://www.famousbloggers.net
16. http://ariwriter.com
17. http://www.benspark.com
18. http://www.techatlast.com
19. http://www.thevirtualasst.com
20. http://dofollow.info
21. http://www.blondish.net
22. http://www.bizchickblogs.com
23. http://www.bloggodown.com
24. http://beerbloggersconference.org
25. http://www.buildbookbuzz.com
26. http://www.blogtrafficexchange.com
27. http://www.brsoftech.com
28. http://www.exeideas.com
29. http://www.shoutmeloud.com
30. http://www.steamfeed.com
31. http://www.seowizz.net
32. http://www.socialinsights.com
33. http://www.techgyd.com
34. http://www.tomfanelli.com
35. http://blog.ziprecruiter.com
36. wordpress-web-design.com
37. http://www.seowizz.net
38. http://www.weblogbetter.com
39. http://www.blogtap.net
40. http://www.techtricksworld.com
41. www.kimwoodbridge.com
42. www.windowstalk.org
43. www.magemojo.com
PR 3 do-follow Blog commenting sites:
1. http://www.seotops.com
2. http://technoupdates.org
3. http://www.segenma.com/
4. http://www.bloggingwithoutablog.com
5. http://www.extremejohn.com
6. http://emoneymarketing.com
7. http://www.pqinternet.com
8. http://www.tekkaus.com
9. http://www.blogstash.com
10. http://www.smartbloggerz.com
11. http://www.wassupblog.com
12. http://www.youdofollow.com
13. http://www.johncow.com
14. http://www.3arn.net
15. http://revellian.com
16. http://www.blogengage.com
17. http://www.monetizeblogging.com
18. http://www.blogelina.com
19. http://www.itechcode.com
20. http://www.allbloggingtips.com
21. http://www.bigfootwebmarketing.com
22. http://www.bloggingwithoutablog.com
23. http://www.dbjackson-author.com
24. http://www.daintymom.com
25. http://www.epreneur.tv
26. http://www.emoneymarketing.com
27. http://www.extremejohn.com
28. http://www.moonsteamdesign.com
29. http://www.probloggingsuccess.com
30. http://www.rankmetric.com
31. http://www.superbloggingtips.com
32. http://www.smartbloggerz.com
33. http://www.technologytosoftware.com
34. http://www.technologytosoftware.com
35. http://www.webgnomes.org
36. http://www.wassupblog.com/
37. http://www.webuildyourblog.com
38. www.techehow.com
PR 2 do-follow Blog commenting sites:
1. http://www.another-blogger.com
2. http://www.bloggingwp.com
3. http://www.boxertechnology.info
4. http://www.blogorida.com
5. http://www.blogpreneurs.com
6. http://www.bloggingtips.com
7. http://www.dollarsblog.com
8. http://www.dollarsperday.net
9. http://www.dessky.com
10. http://www.exceptnothing.com
11. http://www.geekblogtips.com
12. http://www.internetdreamz.com
13. http://www.learnblogtips.com
14. http://www.mystudiokiko.com
15. http://www.papablogger.org
16. http://www.seoallrounder.com
17. http://www.techiesight.com
18. http://www.trickiezone.com
19. http://azblogtips.com/
20. http://www.awesomebloggers.com
21. http://www.techehow.com
22. http://www.maxblogtips.com
23. http://www.seoallrounder.com
PR 1 do-follow Blog commenting sites:
1. http://www.makemenoise.com
2. http://bloggingfor.info/
3. http://www.wpcypher.com
4. http://www.guideandnews.com
5. http://readmeloud.com
6. http://www.bloggingways.net
7. http://www.bloggergo.com
8. http://www.boltonhitech.com
9. http://besttipsforblogging.com
10. http://www.bloggingfor.info
11. http://www.daddydewberry.com
12. http://www.grovetimes.com
13. http://www.goodblogs.com
14. http://www.infinitixglobal.com
15. http://www.linkometric.com
16. http://www.mybloggerclub.com
17. http://www.makemenoise.com
18. http://www.shareusall.com/
19. http://www.technograte.com
20. http://www.teckilla.com
21. http://www.tcldaily.in
22. http://www.techvela.com
23. http://www.wheelchairboy.info
24. www.wpcypher.com
25. www.maxblogtips.com