E Book

ই-বুক জগতে স্বাগতম

বাংলাদেশের সকল  স্কুল / মাদ্রাসার বই এখানে 

http://www.ebook.gov.bd/



NEXT:


ইংরেজি গ্রামার শেখার জন্য পরিপূর্ণ তিনটি বাংলা ই-বুক(pdf বই)
সব শ্রেনীর শিক্ষার্থীদের জন্যই যে অতি প্রয়োজনীয় এই বই গুলো সেটা নিঃসন্দেহে বলা যায় । ইংলিশ গ্রামার আমাদের সবারই কম বেশি দরকার হয় ।এর জন্য আমারা অনেক বই নেট থেকে ডাউনলোড করি কিন্তু অধিকাংশ বই আমাদের মন মত হয় না । তাই আমি আপনাদের জন্য খুব ভাল তিনটা ইংলিশ গ্রামার বাংলা বই নিয়ে আসলাম । আশা করি এই বই গুলো আপনার মন মত হবে । ডাউনলোড করে একবার চোখ বুলালেই বুঝতে পারবেন...
একটু ব্যস্ত থাকার কারণে এই বই গুলোর ব্যাপারে বিস্তারিত কিছু লিখতে পারলাম …। মনে করেছিলাম ফ্রি হয়ে পোস্ট করব কিছু মানুষের অনুরোধে করতে বাধ্য হলাম
বই গুলোর নাম ও ডাউনলোড লিংক দেওয়া আছে কষ্ট করে নাম ও অনলাইন প্রিভিউ দেখে বুঝে নিন ডাউনলোড করবেন কিনা ...।
▬▬▬▬۩۞۩▬▬▬▬
Basic English Grammar by tanbircox.pdf
-------------------------------------------------
ক্লাস ৫-৭ স্টুডেন্ট দের জন্য
সাইজঃ ৩.৭ এমবি
পৃষ্ঠা সংখ্যাঃ ৪০

ডাউনলোড লিংকঃ
http://www78.zippyshare.com/v/GVbZDHLZ/file.html
▬▬▬▬۩۞۩▬▬▬▬
Student’s Favourite English Grammar.zip
--------------------------------------------------
খুভ গুরুত্বপূর্ণ ও পরিপূর্ণ ইংলিশ গ্রামার বাংলা বই… এইটা সবার জন্য প্রয়োজন
সাইজঃ 7 MB
পৃষ্ঠা সংখ্যাঃ 338

ডাউনলোড লিংকঃ
http://www78.zippyshare.com/v/AuJdytVK/file.html
▬▬▬▬۩۞۩▬▬▬▬
An Exceptional English Grammar bangla .pdf
--------------------------------------------------------
সাইজঃ 4 MB
পৃষ্ঠা সংখ্যাঃ 215

ডাউনলোড লিংকঃ
http://www78.zippyshare.com/v/2xhgeP8M/file.html
▬▬▬▬۩۞۩▬▬▬▬
সীমিত ইন্টারনেট প্যাকেজের ও নেটের স্লো স্পিড়ের জন্য যারা এই ফাইল গুলো অথাবা আমার অন্যান্য ফাইল ডাউনলোড করতে পারছেন না ...!
অথবা যারা ব্যস্তাতার জন্য ডাউনলোড করার সময় পাচ্ছেন না……
অথবা এতগুলো ফাইল একটা একটা করে ডাউনলোড করতে যাদের বিরক্তিকর মনে হয় …তারা নিচের লিংকে দেখুন …আশা করি আপনারা আপনাদের সমাধান পেয়ে যাবেন......
[আপনার কম্পিউটারের পরিপূর্ণতার জন্য আমার সংগ্রহের সবকিছু ]
The Ultimate Complete Collection 2015 (Complete Solution for Your Computer)
ডাউনলোড লিংকঃ
---------------------
http://www9.zippyshare.com/v/EneqrnfT/file.html

▬▬▬▬۩۞۩▬▬▬▬





NEXT:


সাম্প্রতিক সময়ের ১০০ ব্যাংক নিয়োগ পরীক্ষার ইংরেজি অংশের ২০০০+ ভোকাবুলারির বাংলা অর্থ ও এর ৪ টি সমার্থক শব্দ নিয়ে ৭০ পৃষ্ঠার বাংলা ই-বুক... ……এখানে ওয়ার্ড সমূহ ইংরেজি বর্ণ ক্রম অনুযায়ী দেওয়া আছে … ফলে কিছু ওয়ার্ড একাধিক বার করে রিপিট আছে, যে ওয়ার্ড যত বেশি রিপিট হয়েছে বুঝতে হবে সেটা ততবার ব্যাংক পরীক্ষায় এসেছে … তার মানে সেটা তত বেশি গুরুত্বপূর্ণ … এতে আপনি নিজেই বুঝে যাবেন আপনার কোন ওয়ার্ড ভালো করে মনে রাখতে হবে ...
এবং রিপিট ওয়ার্ড গুলোর সমর্থক শব্দ গুলো ভিন্ন ...
এই ই-বুক পড়লে যে কোন ব্যাংক পরীক্ষায় প্রায় ৭০% ওয়ার্ড কমন পাবেন ...কেন তা এই ই-বুক একবার চোখ বুলালেই বুঝতে পারবেন ...
নোটঃ এতদিন ডিভিডি এর সফটওয়্যার , বই ও টিউটোরিয়াল গুলো আপডেট নিয়ে ব্যস্ত থাকায় নিয়মিত পোস্ট করতে পারি নি সেইজন্য আমি দুঃখিত ... আমার সব আপডেট শেষ এখন থেকে নিয়মিত পোস্ট ও বইয়ের লিঙ্ক দেওয়ার চেষ্টা করব ...
যারা এই পেইজের আপডেট পাচ্ছেন না তারা পেইজ নোটিফিকেশন একটিভ করে দিন...
অথবা পেইজ লিঙ্ক বুকমার্ক করে রাখুন ...দিনে একবার হলেও চেক করুন আশা আপনার কাজে লাগে এমন তথ্য পাবেন ...
বইয়ের নাম ও ডাউনলোড লিঙ্কঃ
▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬
বইয়ের নামঃ
Most Important English Words e-books (pdf) for Bank Exams.All the words followed by Bangla & English meaning with Synonyms...
পৃষ্ঠা সংখ্যাঃ ৭০
সাইজঃ ৮এমবি
ডাউনলোড লিঙ্কঃ
http://www68.zippyshare.com/v/hi4fdMXW/file.html
.......................................
মোবাইল ভার্সনঃ ;
------------------
Important English Words for Bank Exams (mobile version).pdf
সাইজঃ 4এমবি
ডাউনলোড লিঙ্কঃ
http://www68.zippyshare.com/v/7E26lIfQ/file.html




NEXT:


বাংলাদেশের ব্যাংক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলাদেশের সবগুলো অর্থাৎ ৫৭ টি ব্যাংকের ওয়েবসাইট লিঙ্ক ... ব্যাংক নিয়োগ পরীক্ষা ও ব্যাংকের ভাইবার জন্য উপকারে আসবে ... শেয়ার করে লিঙ্ক সেইভ রাখুন কাজে লাগবে
বর্তমানে তরুণরা ব্যাপক হারে ব্যাংকের প্রতি ঝুঁকছে। কারণ এখানে আছে অনেক সুযোগ-সুবিধা, ভালো বেতন আর চাকরির নিরাপত্তা। অন্য দিকে বেশির ভাগ ব্যাংকেই যে কোনো বিষয়ে পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারছে। এর ফলে প্রায় সবাই ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছে। ব্যক্তির যোগ্যতা অনুযায়ী এখানে আছে পদোন্নতি। প্রায় সব ব্যাংকে হয়েছে ডিজিটালাইজেশন। ফলে কষ্টের কাজও কমে গেছে। সব মিলিয়ে আধুনিক দুনিয়ায় আধুনিক ক্যারিয়ারের ক্ষেত্র হলো ব্যাংক।
ইংরেজিতে একটা কথা আছে, The economic structure of a country depends on the banking system of the country. অর্থাৎ ব্যাংক-ব্যবস্থার ওপর একটি দেশের অর্থনৈতিক কাঠামো নির্ভর করে। চাকরির বাজার আর অর্থনীতির বাজার যাই বলি না কেন, ব্যাংক আমাদের দেশে একটি বিশাল ক্ষেত্র। ক্যারিয়ারের ক্ষেত্র হিসেবে ব্যাংক বর্তমানে অপ্রতিদ্বন্দ্বী। স্মার্ট ক্যারিয়ার হিসেবে ব্যাংকে চাকরি করার মানসিকতা একটা বিশাল জনগোষ্ঠীর মধ্যে রয়েছে। এ পেশায় যেমন আছে সম্মান তেমনি আছে নিরাপদ ভবিষ্যৎ। যুগের সাথে তাল মিলিয়ে চলার মতো সম্মানী আর বিভিন্ন সুযোগ-সুবিধা তো আছেই।
ফিনান্সিয়াল ক্যলকুলেটরঃ
------------------------------
সঞ্চয়ী হিসাব ক্যলকুলেটর
মেয়াদী হিসাব ক্যলকুলেটর
ডিপোজিট পেনশন স্কীম ক্যলকুলেটর
ভোক্তা ঋণ হিসাব ক্যলকুলেটর
মাসিক আয় স্কীম হিসাব ক্যলকুলেটর
http://finedu.bb.org.bd/calculator
প্রাচীনতম ব্যাঙ্ক
--------------
পৃথিবীর প্রাচীনতম ব্যাঙ্ক হিসেবে মন্টে ডেই পাসচি ডি সিয়েনা চিহ্নিত হয়ে আছে। এর সদর দফতর ইতালীর সিয়েনায়। ১৪৭২ সালে প্রতিষ্ঠিত ব্যাঙ্কটি এখনও আর্থিক লেনদেন পরিচালনা করে আসছে।
ইতিহাস
---------
আধুনিক যুগের চিন্তা-চেতনা অনুযায়ী ধারণা করা হয় যে, ব্যাঙ্কিং পদ্ধতির উন্মেষ ঘটে মধ্যযুগ এবং রেনেসাঁর শুরুতে। ইটালীর উত্তরাঞ্চলের ধনী শহর বিশেষ করে ফ্লোরেন্স, ভেনিস এবং জেনোয়ায় ব্যাঙ্কিং প্রথা শুরু হয়। বর্দি এবং পেরুজি পরিবার চতুর্দশ শতকে ফ্লোরেন্সের ব্যাংকিং জগতে একচ্ছত্র প্রাধান্য বিস্তার করেছিল। তারা ইউরোপের বিভিন্ন অংশে ব্যাংকের শাখা প্রতিষ্ঠা করেছিল।[২] এছাড়াও, অধিকাংশ জনপ্রিয় ইটালীয়ান ব্যাঙ্কই ছিল মেডিসি ব্যাঙ্কের নিয়ন্ত্রণে। ১৩৯৭ সালে গিওভেন্নী মেডিসি মেডিসি ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেন।[৩] শুরুর দিকে পরিচিত রাষ্ট্রীয় সঞ্চয় ব্যাঙ্ক হিসেবে রয়েছে ব্যাঙ্কো ডি স্যান জিওর্জিও (ব্যাংক অব সেন্ট জর্জ)। ব্যাঙ্কটি ১৪০৭ সালে ইটালীর জেনোয়ায় প্রতিষ্ঠিত হয়।।
শব্দের উৎপত্তি
----------------
মধ্যযুগের ইংরেজী হিসেবে ব্যাঙ্ক (bank) শব্দটি বিভিন্ন ভাষা থেকে উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। তন্মধ্যে - মধ্যযুগে ফরাসী শব্দ ব্যাঙ্ক, প্রাচীন ইটালীয়ান ভাষার ব্যাংকা, প্রাচীন উচ্চস্তরের জার্মান শব্দ ব্যাঙ্ক, ব্যাঙ্ক বেঞ্চ, কাউন্টার অন্যতম। রেনেসাঁ যুগে ফ্লোরেন্সের ব্যাঙ্কারগণ বেঞ্চকে ডেস্ক বা লেনদেনের জায়গা হিসেবে ব্যবহৃত করতো। বেঞ্চের উপরিভাগ সবুজ টেবিলক্লথ দিয়ে ঢাকা থাকতো
বাংলাদেশে ব্যাংক
---------------------------
নতুন অনুমোদনকৃত ব্যাংকসহ বাংলাদেশে মোট তফসিলী ব্যাংকের সংখ্যা ৫৭ টি...
ছয় নতুন ব্যাংক
০ ইউনিয়ন, মধুমতি, দি ফারমারস, মেঘনা, মিডল্যান্ড ও সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক
State-owned commercial banks রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক:
----------------------------
Sonali Bank
Janata Bank
Agrani Bank
Rupali Bank Limited
স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৩০ টি ...
---------------------------------------
AB Bank Limited, Bangladesh Commerce Bank Limited, Bank Asia Limited, BRAC Bank Limited, Dhaka Bank Limited, Dutch Bangla Bank Limited, Eastern Bank Limited, Farmers Bank Limited, IFIC Bank Limited, Jamuna Bank Limited, Meghna Bank Limited, Mercantile Bank Limited, Midland Bank Limited
Modhumoti Bank Limited, Mutual Trust Bank Limited, National Bank Limited, NCC Bank Limited, NRB Commercial Bank Limited
NRB Global Bank Ltd, One Bank Limited, Prime Bank Limited
Pubali Bank Limited, South Bangla Agriculture and Commerce Bank Ltd, Southeast Bank Limited, Standard Bank Limited
The City Bank Limited, The Premier Bank Limited, Trust Bank Limited, United Commercial Bank Ltd, Uttara Bank Limited
There are 8 Islamic Commercial Banks:
Al-Arafah Islami Bank Limited
[Exim Bank (Bangladesh)|Export Import Bank of Bangladesh Limited]
[First Security Islami Bank Limited]
ICB Islamic Bank
Islami Bank Bangladesh Limited
Shahjalal islami bank Limited
Social Islami Bank Limited
Union Bank Limited
Foreign commercial banks- বিদেশী ব্যাংক ১২টি।
Bank Alfalah
Citibank NA
Commercial Bank of Ceylon
Habib Bank Limited
HSBC ( The Hong Kong and Shanghai Banking Corporation Ltd. )
National Bank of Pakistan
Standard Chartered Bank
State Bank of India
Woori Bank
ICICI Bank
- উন্নয়ন ব্যাংক পাঁচটি। Specialized banks
Specialized Banks (SDBs): 4 specialized banks are now operating which were established for specific objectives like agricultural or industrial development. These banks are also fully or majorly owned by the Government of Bangladesh.
Bangladesh Krishi Bank
Rajshahi Krishi Unnayan Bank
Bangladesh Development Bank Ltd
BASIC Bank Limited
Probashi Kallyan Bank
The Dhaka Mercantile co-operative Bank Ltd
ব্যাংকের কাজ
-------------------
ব্যাংকের একটা সংজ্ঞা থেকে এর কাজ সম্পর্কে জানা যায়। ‘ব্যাংক হলো জনগণের এক অংশের কাছ হতে আমানতস্বরূপ অর্থ গ্রহণ এবং গৃহীত অর্থ অন্য অংশকে ঋণস্বরূপ প্রদান করা’। বর্তমানে ব্যাংকগুলো যে কার্যক্রম চালাচ্ছে সে থেকে কয়েকটা বিষয়কে ব্যাংকের মূল কাজ বলা যায়। যেমন :
- আমানত গ্রহণ।
- ঋণ দান।
- চেক প্রচলন।
- বৈদেশিক বাণিজ্য।
এছাড়া আরো অনেক কাজ করলেও এগুলোই প্রধান।
ব্যাংকে কাজের ক্ষেত্র
-----------------------
ক্যারিয়ার হিসেবে নেয়ার জন্য কাজের ক্ষেত্র হিসেবে ব্যাংকে প্রধানত চারটি উইং আছে। আধুনিক ব্যাংকের উইংগুলো হলো-
১. অপারেটিং উইং।
২. ইনভেস্টমেন্ট উইং।
৩. ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং।
৪. ইন্টারনাল কান্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স উইং।
অপারেটিং উইং
-------------------
এ উইং ব্যাংকের কার্যাবলির মূল বিষয়গুলো সম্পাদন করে। এখানে বেশ কিছু বিভাগ কাজ করে থাকে। যেমন-
- আর্থিক প্রশাসন বিভাগ।
- নীতি এবং সাধারণ হিসাব বিভাগ।
- বাজেট এবং খরচ সংরক্ষণ বিভাগ।
- প্রিন্টিং এবং স্টেশনারি বিভাগ।
- তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ।
- অবকাঠামো বিভাগ।
- সফটওয়্যার বিভাগ।
- বিভিন্ন শাখা তদারকি বিভাগ।
- উন্নয়ন এবং মার্কেটিং বিভাগ ইত্যাদি।
ইনভেস্টমেন্ট উইং
-----------------------
ইনভেস্ট বা বিনিয়োগের কাজই প্রধানত এ উইং করে থাকে। কোথায় কীভাবে বিনিয়োগ করা যায় তা নির্ধারণ করা এর কাজ। এটিও বেশ কিছু বিভাগের সমন্বয়ে গঠিত।
- ক্ষুদ্র উদ্যোক্তা ও ভোক্তা বিভাগ।
- সম্পদ ব্যবস্থাপনা বিভাগ।
- বিনিয়োগ নীতি ও পরিকল্পনা বিভাগ।
- মনিটরিং বিভাগ।
ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং
---------------------
বৈদেশিক বাণিজ্যের বিষয়টি দেখা এ উইংয়ের প্রধান কাজ। কতগুলো বিভাগের সমন্বয়ে গঠিত এ উইং।
- বৈদেশিক বাণিজ্য পরিচালনা বিভাগ।
- নিযুক্তক (এজেন্সি) এবং প্রতিনিধিত্বশীল (করেসপন্ডিং) ব্যাংকিং বিভাগ।
- গার্মেন্টস বিভাগ।
- রাজস্ব তহবিল ব্যবস্থাপনা বিভাগ।
- বৈদেশিক রেমিট্যান্স বিভাগ।
ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স উইং
-----------------------------------------
ব্যাংকের অভ্যন্তরীণ বিষয়াদি পরিচালনা ও দেখার কাজ করে এ উইং। এটিও কয়েকটি বিভাগের সমন্বয়ে গঠিত।
- অডিট এবং তত্ত্বাবধান বিভাগ।
- মনিটরিং বিভাগ।
- কমপ্লায়েন্স বিভাগ।
এ ছাড়া সব ব্যাংকে আরেকটি গুরুত্বপূণ উইং থাকে। সেটা হলো- হিউম্যান রিসোর্স উইং।
হিউম্যান রিসোর্স উইং
------------------------
হিউম্যান রিসোর্স বা মানবসম্পদ উইং ব্যাংকে কর্মরত জনবল এবং নতুন নিয়োগ দেয়ার বিষয়টি এ উইং দেখে। এর কয়েকটি বিভাগ হলো-
- অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পারসোনেল প্লানিং বিভাগ।
- ডিসিপ্লিন অ্যান্ড আপিল বিভাগ।
- স্টাফ ওয়েলফেয়ার ট্রেনিং বিভাগ।
এ ছাড়া আরো কিছু বিভাগ আছে। যেমন-
- এসএমই সার্ভিস।
- শেয়ার বিভাগ।
- আইন বিভাগ।
- ব্যাংক ফাউন্ডেশন (যেমন- ইসলামী ব্যাংক ফাউন্ডেশন)
▬▬▬▬۩۞۩▬▬▬▬
-----------------------------------------------------------
1) AB Bank Limited
http://www.abbl.com
2) Agrani Bank Limited
http://www.agranibank.org
3) Al-Arafah Islami Bank Limited
http://www.al-arafahbank.com/
4) Bangladesh Commerce Bank Limited
5) Bangladesh Development Bank Limited
http://www.bdbl.com.bd
6) Bangladesh Krishi Bank
http://www.krishibank.org.bd
7) Bank Al-Falah Limited
http://www.bankalfalah.com
8) Bank Asia Limited
http://www.bankasia-bd.com
9) BASIC Bank Limited
http://www.basicbanklimited.com
10) BRAC Bank Limited
http://www.bracbank.com
11) Citibank N.A
http://www.citi.com/domain/index.htm
12) Commercial Bank of Ceylon Limited
http://www.combankbd.com
13) Dhaka Bank Limited
http://www.dhakabank.com.bd
14) Dutch-Bangla Bank Limited
http://www.dutchbanglabank.com
15) Eastern Bank Limited
http://www.ebl-bd.com
16) EXIM Bank Limited
http://www.eximbankbd.com
17) First Security Islami Bank Limited
http://www.fsblbd.com
18) Habib Bank Ltd.
http://www.habibbankltd.com
19) ICB Islamic Bank Ltd.
http://www.icbislamic-bd.com/
20) IFIC Bank Limited
http://www.ificbankbd.com
21) Islami Bank Bangladesh Ltd
http://www.islamibankbd.com
22) Jamuna Bank Ltd
http://www.jamunabankbd.com
23) Janata Bank Limited
http://www.janatabank-bd.com
24) Meghna Bank Limited
http://www.meghnabank.com.bd
25) Mercantile Bank Limited
http://www.mblbd.com
26) Midland Bank Limited
http://www.midlandbankbd.net/
27) Modhumoti Bank Ltd.
http://modhumotibankltd.com/
28) Mutual Trust Bank Limited
http://www.mutualtrustbank.com
29) National Bank Limited
http://www.nblbd.com
30) National Bank of Pakistan
http://www.nbp.com.pk
31) National Credit & Commerce Bank Ltd
http://www.nccbank.com.bd
32) NRB Bank Limited
http://www.nrbbankbd.com
33) NRB Commercial Bank Limited
http://www.nrbcommercialbank.com/
34) NRB Global Bank Limited
http://www.nrbglobalbank.com
35) One Bank Limited
http://www.onebankbd.com
36) Premier Bank Limited
http://www.premierbankltd.com
37) Prime Bank Ltd
http://www.prime-bank.com
38) Pubali Bank Limited
http://www.pubalibangla.com
39) Rajshahi Krishi Unnayan Bank
http://www.rakub.org.bd
40) Rupali Bank Limited
http://www.rupali-bank.com
41) Shahjalal Islami Bank Limited
http://www.shahjalalbank.com.bd
42) Social Islami Bank Ltd.
http://www.siblbd.com
43) Sonali Bank Limited
http://www.sonalibank.com.bd
44) South Bangla Agriculture & Commerce Bank Limited
http://www.sbacbank.com/
45) Southeast Bank Limited
http://www.sebankbd.com
46) Standard Bank Limited
http://www.standardbankbd.com
47) Standard Chartered Bank
http://www.standardchartered.com/bd
48) State Bank of India
http://www.statebankofindia.com
49) The City Bank Ltd.
http://www.thecitybank.com
50) The Farmers Bank Ltd
http://www.farmersbankbd.com
51) The Hong Kong and Shanghai Banking Corporation. Ltd.
http://www.hsbc.com.bd
52) Trust Bank Limited
http://www.trustbank.com.bd
53) Union Bank Limited
http://www.unionbank.com.bd/
54) United Commercial Bank Limited
http://www.ucbl.com
55) Uttara Bank Limited
http://www.uttarabank-bd.com
56) Woori Bank
http://www.wooribank.com
▬▬▬▬۩۞۩▬▬▬▬



No comments:

Post a Comment